বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরের নবীগঞ্জে দাবিকৃত টাকা না পেয়ে জিয়াউল হাসান বাবু(২৯)নামে একটি সিমেন্ট কোম্পানির মাটির ঠিকাদারকে পিটিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসী মিঠু ও তার সাঙ্গ-পাঙ্গরা। এলাকাবাসী তাৎক্ষনিকভাবে সন্ত্রাসী মিঠুকে(৩০) আটক করে পুলিশে সোর্পদ করেছে। বুধবার দুপুরে থানার আমিরাবাদ বটতলাস্থ জজ মিয়ার বাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহত বাবু বাদী হয়ে দুপুরেই বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে প্রকাশ, বন্দরের রসুলবাগ এলাকার আলমগীর হোসেন ভুলু মিয়ার ছেলে জিয়াউল হাসান বাবু আকিজ কোম্পানির মাঠি বিক্রি করে। দাসেরগাওয়ের বিভিন্ন ইটভাটায় মাটি দেয়। আমিরাবাদ এলাকার ফিরোজ মিয়ার ছেলে মিঠু, মোতালেব,সোহানসহ ১০/১৫ জন মিলে আকিজের ড্রাম ট্রাক হতে বাবুকে নামিয়ে লাঠিসোটা দিয়ে এলোপাতারি আঘাত করে। হামলাকারীরা বাবুকে পিটিয়ে রক্তাক্ত জখম পূর্বক স্থানীয় খানকার পিছনে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী হামলাকারীদের ধাওয়া পূর্বক মিঠুকে ধরে পুলিশে সোর্পদ করেন। হামলাকারী মিঠু, সোহান, মোতালেবসহ১০/১৫ জন বাবুর প্যান্টের পকেটে থাকা মানিব্যাগে থাকা ২৩ হাজার ৫শ’ টাকা, হাতের ব্রেসলেট, মোবাইল ফোন, গলায় থাকা আট আনা ওজনের স্বর্ণের চেইন লুট করে নিয়ে যায়। দীর্ঘ দিন যাবত মিঠু, মোতালেব, সোহানরা হত্যার উদ্দেশ্যে বাবুকে স্থানীয় খানকার পাশে নিয়ে যায়। জিয়াউল হাসান বাবু জানান, আমি আকিজ কোম্পানির মাটি বিভিন্ন স্থানে বিক্রি করি। আমার কাছ থেকে বিভিন্ন সময় টাকা দাবী করত। টাকা না দেয়ায় বুধবার দুপুরে আকিজ কোম্পানির ড্রাম ট্রাক থেকে আমাকে নামিয়ে লাঠিশোটা দিয়ে এলোপাতাড়ি মারধর করতে থাকে। মেইন রাস্থা হতে নামিয়ে স্থানীয় খানকার পেছনে নিয়ে যাওয়ার সময় এলাকার লোকজন আমাকে উদ্ধার করে ও মিঠুকে আটক করে থানা পুলিশে দেয়।
এ বিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা আলমগীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ঘটনার পরপরই আমি ওই রাস্থায় যাওয়ার সময় আমি ও এস আই ইলিয়াস মিয়া উপস্থিত হই। তখন এলাকাবাসী মিঠুকে পুলিশের কাছে সোর্পদ করেন।