বিজয় বার্তা ২৪ ডট কম
শুক্রবার সকালে গোয়ালপাড়া নতুন সার্বজনীন দূর্গাপূজা উৎযাপন কমিটির উদ্যোগে শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গোয়ালপাড়া নতুন সার্বজনীন পূজা উৎযাপন কমিটির সভাপতি দুলাল চন্দ্র কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সফিউদ্দিন প্রধান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপদেষ্ঠা মন্ডলির সদস্য বাবু দিলীপ গোপ, সহ-সভাপতি সুমন্ত গোপ, মনোরঞ্জন ঘোষ, আবুল বাশার বাসেদ, মোঃ শুক্কুর। আরো উপস্থিত ছিলেন, সাধারন সম্পাদক বিশ^জিৎ সাহা, সহ-সাধারন সম্পাদক নারায়ন গোপ, যুগ্ম কোষাধ্যক্ষ বিদ্যৎ ঘোষ, সহ কোষাধ্যক্ষ তারক গোপ, বিমল দে, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শুভ দে সহ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সফিউদ্দিন প্রধান বলেন, আমাদের এলাকায় যেন পূজা সুন্দর ও সুষ্ঠভাবে হয় সর্বাতœকভাবে এটাই কামনা করছি। বিগত বছরগুলোতেও আমাদের এলাকায় পূজা সুন্দর ও সুশৃঙ্খলভাবে হয়েছে। এবারও আমরা এরই ধারাবাহিকতা বজায় রাখতে চাই। এই উৎসব শুধু হিন্দু বা মুসলমানদের একার নয়, এ উৎসব ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের। সকলেই যেন সঠিকভাবে নিজেদের ধর্মীয় উৎসব পালন করতে পারে এবং সকলের মধ্যে যেন সোহাদ্যপূর্ন মনোভাব বজায় থাকে।
তিনি আরো বরেন, আমাদের এলাকার বর্তমান পরিস্থিতি খুবই ভাল অবস্থায় আছে, ইনশাল্লাহ আগামীতেও ভাল থাকবে। আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এলাকায় স্বেচ্ছাসেবক বাহিনীও তৈরি করা হচ্ছে পূজায় সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার জন্য। আশা করি দর্শনার্থীগন এখানে কঠোর নিরাপত্তার মধ্যেই প্রতিমা দর্শন করতে পারবেন।
