বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আমাকে ভোট দিতে আওয়ামীলীগ একাকার হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী।
মঙ্গলবার ১৬ নং ওয়ার্ড ও ১৮ নং ওয়ার্ডে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
আইভী বলেন, শীতলক্ষ্যা পাড়ের জনগণ উৎসবমুখর পরিবেশে ২২ তারিখের নির্বাচনে নৌকায় ভোট দেবে, আইভীকে ভোট দেবে। এখানে আওয়ামী লীগ বিএনপি একাকার হয়ে গেছে। আমার মূল অঙ্গীকার চলমান কাজগুলোকে চালু রাখা। উন্নয়নের ধারাবাহিকতাকে অব্যাহত রাখা। আর আমি নির্বাচিত হলে অসমাপ্ত কাজগুলোকে সম্পন্ন করবো ।
তিনি বলেন, ভোটারদের প্রতি আমার আহ্বান ২০ দিনের উৎসবমুখর আমেজ তারা যেন নির্বাচনের দিনও ধরে রাখে। সকলেই যেন উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে আসে।
আইভী বলেন, নির্বাচন কমিশন ও সরকারের প্রতি আমার আহ্বান থাকবে তারা আরো কঠোর হোক। মানুষ যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে ভোট দিতে আসতে পারে।