বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান বলেছেন, আমরা একটি সুন্দর নারায়ণগঞ্জ চাই। কিন্তু আমাদের ছেলে মেয়েদের খেলাধূলার জন্য মাঠ নেই। সব জায়গা প্রায় দখল হয়েছে এবং ভরাট করে দখলকৃত।
মঙ্গলবার বিকাল ৩টায় আইইটি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে পদক্ষেপ পাঠাগার ও সামাজিক সাংস্কৃতিক ক্রীড়া প্রতিষ্ঠানের আড়াই যুগ পূর্তি উপলক্ষে আন্তঃজেলা মিনি ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পদক্ষেপ সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিষ্ঠানের সভাপতি সেলিম আহমেদ হেনা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ সদস্য একেএম শামীম ওসমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক পৌর কমিশনার আবদুল সাত্তার, জেলা মুক্তিযোদ্ধা সংসদ ডেপুটি কমান্ডার এড. নুরুল হুদা, বিশিষ্ট সমাজ সেবক মো. আলিনুর মিয়া, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আবদুল মজিদ খন্দকার, জেলা আওয়ামীলীগ এর সাবেক শ্রম বিষয়ক সম্পাদক মো. খাজা শাহাব উদ্দিন, ১১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মো. নেয়ামত হোসেন, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, ১১ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি চঞ্চল মাহমুদ, মহানগর ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন জিতু প্রমুখ।
তিনি আরও বলেন, আমাদের দুঃখ রাগ একটা্ই নারায়ণগঞ্জে মাদক দ্রব্য ও ইয়াবায় ভরে গেছে।যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের কাজ করতে হবে।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ হতে বহু মানুষের খেলোয়াড় তৈরী হয়েছে। কিন্তু এখন নারায়ণগঞ্জ হতে কোন ভাল মানের খেলোয়াড় তৈরি হয়। কারন নারায়ণগঞ্জ পর্যাপ্ত পরিমাণ ছেলে মেয়েদের খেলাধুলার উপযোগী মাঠ নেই । তার জন্যই ছেলে মেয়েদের এখন মাদক ও অন্যান্য নেশা জাতীয় দ্রব্যে অাশক্ত হচ্ছে। খেলাধুলার মাধ্যমে ছেলে মেয়েদের মানসিক বিকাশ ঘটে এবং তারা কোন প্রকার মাদক ও খারাপ কাজে লিপ্ত হবে না।