বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কাউসার আশাকে নারায়ণগঞ্জ জেলা কারাগারের প্রধান ফটকের সামনে থেকে গ্রেফতার করেছেন ফতুল্লা থানা পুলিশ।
বৃহস্পতিবার সকাল ১১টায় জেলখানা থেকে বের হয়ে আসার সমময় তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে ফতুল্লা থানার এস আই কামরুল ইসলাম জানান, আশাকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করা হয়েছে। তাকে পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে আশাকে গ্রেফতারে মহানগর বিএনপির নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
উল্লেখ্য, আশার বিরুদ্ধে দায়ের কৃত সকল মামলায় উচ্চ আদালত ও নিম্ন আদালত থেকে জামিন পাওয়ার পর তাকে আবার আজ গ্রেফতার করা হয়।