বিজয় বার্তা ২৪ ডট কম
বিএনপির মনোনীত মেয়র প্রার্থী এড.সাখাওয়াত হোসেন খান বলেছেন, সুষ্ঠ নির্বাচনের জন্য এখনো লেভেল প্ল্যায়িং ফ্লিড তৈরী হয়নি। আমি জানি না সুষ্ঠ নির্বাচনের জন্য প্রশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কি না। তাই আমি সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের জন্য সেনা মোতায়েন করতে নির্বাচন কমিশনের কাছে দাবি জানাচ্ছি।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের কমিউনিটি সেন্টারে বাংলাদেশ নির্বাচন কমিশনের আয়োজনে নাসিক নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্ধী প্রার্থী ও নির্বাচনে সংলিষ্ঠদের সাথে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এড. শাখাওয়াত হোসেন খান বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন আমরা অতন্ত আশা নিয়ে আমার দল (বিএনপি) অংশ গ্রহণ করেছে। এর আগে অনেক নির্বাচনে আমরা অংশ গ্রহণ করেনি। তার জন্য মানুষের মুখে নানান প্রশ্ন উঠেছে। কারণ বিগত দিনে নির্বাচনের কোন সুষ্ঠু পরিবেশ ছিল না। তিনি বলেন, আমরা অতীতের সব কিছু ভুলে গিয়ে আবারও নির্বাচনে অংশ গ্রহণ করেছি। আমরা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এই নির্বাচনে অংশ গ্রহণ করেছি। তাই নির্বাচন কমিশনকে সুষ্ঠ নির্বাচন ব্যবস্থার উদ্যোগ গ্রহণ করতে হবে।
তিনি আরও বলেন, আমি আইনজীবী হিসেবে নির্বাচনের আচরণ বিধির নিয়ম পড়ার সুযোগ হয়েছে। আর আমি ও আমার কর্মীরা তা মেনেই নির্বাচন প্রচারনা চালাচ্ছি। কিন্তু এখানো আমাদের নেতা কর্মীদের বিভিন্ন পুরনো মামলায় জামিনে থাকলেও হয়রানি করা হচ্ছে। এসব বিভিন্ন কারনে নারায়ণগঞ্জ আজও প্রশ্নবিদ।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমেদ , বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনার মো. আবদুল মোবারক, মোহাম্মদ আবু হাফিজ, মো . শাহে নেওয়াজ, সচিব মোহাম্মদ আব্দুল্লাহ, ঢাকা বিভাগীয় কমিশনার হেলালুউদ্দিন আহমদ, ঢাকা রেঞ্জ ডিআইজি বিপিএম, পিপিএম এস এম মাহফুজুর হক নুরুজ্জামান, আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্ণিং অফিসার মো. নুরুজ্জামান তালুকদার, জেলা পুলিশ সুপার মঈনুল হক, অতিরিক্ত জেলা মেজিষ্ট্রেট মো. সরোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জসিম উদ্দিন হায়দার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) মো. ফারুক হোসেন, আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী ড. সেলিনা হায়াৎ আইভী, বিএনপির মনোনীত প্রার্থী এড. সাখাওয়াত হোসেন খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি মুহাম্মদ মাসুম বিল্লাহ, কল্যাণ পার্টির মনোনীত প্রার্থী রাশেদ ফেরদৌস, ইসলামী ঐক্যজোট বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি এছহারুল হক, এলডিপি মনোনীত প্রার্থী মো. কামাল হোসেন, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কাস পার্টির মনোনীত প্রার্থী এড. মাহবুবুর রহমান ইসমাইল প্রমূখ।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরশন নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।