প্রেস বিজ্ঞপ্তি,বিজয় বার্তা ২৪ ডট কম
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির নারায়ণগঞ্জ জেলা নারী সেলের উদ্যোগে ০৮ মার্চ বৃহস্পতিবার বিকাল ৪টায় সিপিবি অস্থায়ী জেলা কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা নারী সেলের সম্পাদক কৃষ্ণা ঘোষ। বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য বিমল কান্তি দাস, নারী সেলের সদস্য শাহানারা বেগম, প্রীতিকনা দাস নূপুর, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রিয় কমিটির সদস্য মৈত্রী ঘোষ ও নারায়ণগঞ্জ জেলার সভাপতি সুমাইয়া আক্তার সেতু প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের অর্থনীতি ও রাজনীতিতে নারীদের ভূমিকা ও অবদান ক্রমাগত বাড়ছে। ৫০ লক্ষ গার্মেন্টস শ্রমিকের ৮০% নারী। সমাজে নারীদের এত অবদান থাকার পরও ধর্মান্ধ প্রতিক্রিয়াশীল একটা গোষ্ঠী নারীদের অধিকার কেড়ে নেবার চেষ্টা করছে। ধর্মের নামে প্রতিদিন তারা নারীদের বিরুদ্ধে অপপ্রচার করছে। সমাজের অর্ধেক জনসংখ্যা নারী। তাদের অধিকার ও অবদানকে অগ্রাহ্য করে সভ্যতার অগ্রগতি কখনই সম্ভব নয়। নারীবিদ্বেষী জামায়াতে ইসলাম ও হেফাজতে ইসলামের মত প্রতিক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোকে প্রতিহত করতে না পারলে বাংলাদেশকে তারা পাকিস্তান ও আফগানিস্তানে পরিনত করবে। মুক্তিযুদ্ধের চেতনা ছিল নারীমুক্তির চেতনা। শোষনমুক্ত সমাজ প্রতিষ্ঠা ছাড়া নারী সমাজের প্রকৃত মুক্তি আসবে না। তাই কমিউনিসস্ট, সমাজতন্ত্রী ও বামপন্থীরাই নারী সমাজের প্রকৃত বন্ধু। সকল প্রকার শোষণ, বৈষম্য ও বঞ্চনার বিরুদ্ধে নারীদের ঐক্যবদ্ধ হতে হবে। নারীমুক্তির লক্ষ্যে সমাজ বদলের লড়াইয়ে এগিয়ে আসতে হবে। আজকের যুগে কমিউনিস্টরাই নারীমুক্তির অগ্রদূত।