বিজয় বার্তা ২৪ ডট কম
আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস- ২০১৭ উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার ( ৫ ডিসেম্বর ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট হাউস সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয় ।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রাব্বী মিয়া’র সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ) মোঃ মোস্তাফিজুর রহমান , জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোখলেছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুল হামিদ, জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজমীন জেবিন বিনতে শেখ, পিপি অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন, জিপি এড. মেরিনা বেগম, জেলা কমিনিউটি পুলিশিং কমিটির সভাপতি ডাঃ শাহে নেওয়াজ, কল্যাণী সেবা সংস্থার নির্বাহী পরিচালক ডাঃ জিএম জাব্বার চিশতি, প্রভাতী সেবা সংস্থার নির্বাহী পরিচালক প্রদীপ কুমার দাশ, জেলা কালচারাল অফিসার সৈয়দা সাহিদা বেগম, জেলা ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান, ৭১ চেতনা মঞ্চের সভাপতি এম এ রাসেল, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার সাহা প্রমুখ ।
এ সময় জেলা প্রশাসক মোঃ রাব্বী মিয়া বলেন, চাষাড়ায় মানববন্ধন ও রাইফেল ক্লাবে আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আগামী ৯ ডিসেম্বর নারায়ণগঞ্জ আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস উদযাপন করা হবে । এ উপলক্ষে প্রতিটি উপজেলা পর্যায়েও বিভিন্ন কর্মসূচি মাধ্যমে দিবসটি উদযাপন করার নির্দেশ দিয়েছেন ।