বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লা মডেল থানার ডাকাতী চেষ্টা মামলার আসামী মনির হোসেন নারায়ণগঞ্জের আদালত পাড়া থেকে দুই পুলিশ কনস্টেবলের উপস্থিতিতে পলায়ন করেছেন।
রবিবার বেলা ১২ টায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৭ দিনের রিমান্ড শুনানি শেষে কোর্ট হাজতে নেয়ার সময় মনির হোসেন পলায়ন করেন।
পলাতক আসামী মনির হোসেন (৪৬) কুষ্টিয়া জেলার আর্দশ গ্রামের সামসুদ্দিন মন্ডলের ছেলে।
নারায়ণগঞ্জ কোর্ট পরিদর্শক সোহেল আলম জানান, রবিবার বেলা ১২ টায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে বোরহানউদ্দিন ও আজম আলী নামে দুই পুলিশ কনস্টেবল আসামী মনির হোসেনকে নেওয়ার সময় তাদের কাছ থেকে সে কৌশলে পালিয়ে যায়। মনিরের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) মতিয়ার রহমান জানান, বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতিশীঘ্রই আসামীকে গ্রেফতার করা হবে। এঘটনার সাথে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।