বিজয় বার্তা ২৪ ডট কম
২১ জুলাই মানব কল্যাণ পরিষদের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী। আর্তমানবতার সেবায় সামাজিক উন্নয়নে এগিয়ে আসার প্রত্যয়ে নারায়ণগঞ্জের কৃতি সন্তান এম এ মান্নান ভূঁইয়ার স্ব-উদ্যোগে কয়েকজন তরুনকে নিয়ে ২০০১ সালের ২১ জুলাই প্রতিষ্ঠা করেন স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ পরিষদ। সংগঠনটি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ৯ই জানুয়ারী ২০১১ সালে নিবন্ধন লাভ করে। যার নিবন্ধন নম্বর-না-০৬৫৮ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক তালিকাভুক্তি হয় ২০১৪ সালের ৩১ ডিসেম্বর। যার নম্বর-যুউঅ/নাঃগঞ্জ-১৮৫, সদর-৭৮। সংগঠনটির আর্থিক লেনদেন হয় জনতা ব্যাংক লিমিটেডে। যার চলতি হিসাব নম্বর-০০৫০-০২১০০১৭৮০০ গোদনাইল শাখা, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। বর্তমান কার্যনির্বাহী পরিষদের সদস্য সংখ্যা ১১ জন। তারা হলেন-চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন স্বাধীন, মহাসচিব সাউদ নূর এ আল হাসান, যুগ্ম মহাসচিব, ইকবাল আহমেদ রিপন, সাংগঠনিক সচিব মোঃ নিজাম উদ্দিন, অর্থ সচিব সাইফুল ইসলাম, আইন বিষয়ক সচিব এডঃ মেরিনা বেগম, স্বাস্থ্য বিষয়ক সচিব ডাঃ এস এম মোসাদ্দেক, শিক্ষা বিষয়ক সচিব মোঃ নুর আলম আকন্দ, প্রচার ও দপ্তর সচিব জি এম মোস্তফা ও কার্য নির্বাহী সদস্য আমিরজান আরা। আর সাধারণ সদস্য সংখ্যা রয়েছে ১৩০ জন। বর্তমান কর্মসূচী হচ্ছে গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ, অস্বচ্ছল রোগীদের বিনামূল্যে ঔষধ বিতরণসহ স্বাস্থ্যসেবা প্রদান করা, যৌন হয়রানি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে গণসচেতনতামূলক কার্যক্রম এবং নারী ও পুরুষ নির্যাতনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা। প্রতিভা বিকাশে সাহিত্য ও সাংস্কৃতিক কর্মসূচী সহ যুবদের বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালার ব্যবস্থা করা। এছাড়া জাতীয় দিবস সমূহ পালন করা। ইতিমধ্যে মানবকল্যাণ পরিষদ ২০১৫ সালে জাতীয় সমাজসেবা দিবসে শ্রেষ্ঠ সংগঠনের প্রশংসার পুরস্কার লাভ সহ সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া জাতীয় যুব দিবস ২০১৫ সালে যুব উন্নয়ন অধিদপ্তর, বিশ্ব স্বাস্থ্য দিবস ২০১৬ সালে স্বাস্থ্য অধিদপ্তর, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০১৬ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে শ্রেষ্ঠ সংগঠকের পুরস্কার লাভ করেন। প্রত্যেকটি পুরস্কার সংগঠনের সদস্যদের অবদানের স্বীকৃতি বলে নারায়ণগঞ্জবাসীর জন্য পুরস্কার উৎসর্গ করেন মান্নান ভূঁইয়া। শুধু তাই নয় ২১ জুলাই সমাজকর্মী এম এ মান্নান ভূঁইয়ার শুভ জন্ম বার্ষিকী। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানিয়ে সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
