বিজয় বার্তা ২৪ ডট কম
আজ ১৫ আগস্ট। সাবেক রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৫ সালের ওই রাতে এক সেনা অভ্যুত্থানে ধানমন্ডির ৩২ নম্বর সড়কের নিজ বাসভবনে নৃশংস হত্যার শিকার হন তিনি। ঘাতকরা বঙ্গবন্ধুকে শুধু নয়, শিশুপুত্র রাসেলসহ ১৮ জনকে সেদিন হত্যা করে। তবে ওই সময়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান।
আজ জাতীয় শোক দিবস। দিনটিকে ঘিরে দেশজুড়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন।
সারা দেশে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠানে, শিক্ষাপ্রতিষ্ঠানে ও অন্যান্য ভবনের পাশাপাশি বিশ্বের সর্বত্র বাংলাদেশের মিশনগুলোয় আজ জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। দেশের সংবাদপত্রগুলো আজ জাতীয় শোক দিবস উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন আজ বিশেষ অনুষ্ঠান সমপ্রচার করবে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আজ সকালে ধানমন্ডির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। সশস্ত্র বাহিনীর গার্ড অব অনার প্রদান শেষে সেখানে কোরআন তেলাওয়াত ও মোনাজাত অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকের দিনে শাহাদাত বরণকারী ও বনানীতে সমাহিত পরিবারের অন্যান্য সদস্যের কবরেও পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করবেন। সকাল ১০টায় তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফাতেহা পাঠ ও শ্রদ্ধা জানাবেন।
বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও বঙ্গবন্ধুর সমাধিতে আজ দিনভর নানা কর্মসূচি পালিত হবে। দেশব্যাপী আওয়ামী লীগের উদ্যোগেও আজ নানা ধর্মীয় ও সামাজিক কর্মসূূচি পালিত হবে। পাশাপাশি সব মসজিদে প্রার্থনা, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
কর্মসূচি : আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে বঙ্গবন্ধু ভবন এবং কেন্দ্রীয় কার্যালয়সহ সংগঠনের সকল স্তরের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন।
সকাল ৬টা ৪৫ মিনিটে বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সকাল ৭টা ৩০ মিনিটে বনানী কবরস্থানে ১৫ আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন, মাজার জিয়ারত, ফাতেহা পাঠ, মোনাজাত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। একই দিনে টুঙ্গিপাড়ায় সকাল ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, ফাতেহা পাঠ, মোনাজাত, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে ১৬ আগস্ট বিকাল ৪টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা।এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
মহানগর আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, মহিলা যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন শোক দিবস উপলক্ষে অনুরূপ কর্মসূচি গ্রহণ করেছে।
এ ছাড়াও ১৫ আগস্ট বাদ আসর দেশের সকল ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলায় মিলাদ মাহফিল এবং মন্দির, প্যাগোডা ও গীর্জায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।
জাসদ, সিপিবি, জেপি, গনফোরাম, ঢাকা বিশ্বদ্যিালয়, জাতীয় প্রেসক্লাবসহ অন্যান্য সাংস্কৃতিক, সামাজিক ও সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠন এ উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।
