বিজয় বার্তা ২৪ ডট কম
এবার আওয়ামীলীগের রাজনীতিতে সরাসরি পদচারণ শুরু করলেন তিনবারের নির্বাচিত এমপি শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান লিপি ও ওসমান পরিবারের সুযোগ্য চতুর্থ প্রজম্ম অয়ন ওসমান। রবিবার জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো বাদল স্বাক্ষরিত ফতুল্লা থানা আওয়ামীলীগের ৭১ সদস্য কমিটির অনুমোদন দেওয়া হয়। আর এই কমিটিতে কার্যনির্বাহী সদস্য পদে একে এম শামীম ওসমান, সালমা ওসমান লিপি, ইমতিনান ওসমান অয়ন রয়েছেন। সালমা ওসমান লিপি নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করছেন। আওয়ামীলীগের কোন পদে না থাকলেও স্বাধীনতার স্বপক্ষের এই দলটির জন্য নেপথ্যে থেকে কাজ করে যাচ্ছেন তিনি। তারই ছেলে অয়ন ওসমান এতদিন রাজনীতিতে সরাসরি না থাকলেও নারায়ণগঞ্জ ছাত্রলীগের নেতৃবৃন্দকে সুসংগঠিত করতে নেপথ্যে থেকে নেতৃত্ব দিয়ে আসছেন। এদিকে নারায়ণগঞ্জবাসীর সেবায় দীর্ঘদিন যাবৎ করে চলেছেন তিনি। ওসমান পরিবারের চতুর্থ প্রজম্ম হিসেবে আওয়ামীলীগের রাজনীতিতে পদচারণ করলেন অয়ন ওসমান।
এদিকে তারা ফতুল্লা থানা আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন নেতাকর্মীরা।
উল্লেখ্য, এম সাইফউল্লাহ বাদলকে সভাপতি ও এম শওকত আলীকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ঠ্য ফতুল্লা থানা আওয়ামী লীগের পূর্নাঙ্গ কমিটির ঘোষনা করা হয়েছে।