বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভীর ছোট ভাই আলী রেজা রিপনের সাইবার আইনে (আইসিটি) দায়ের করা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন জেষ্ঠ্য সাংবাদিক ও নারায়ণগঞ্জ নিউজ পেপার ওনার্স এসোসিয়েশনের সভাপতি ও নরায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান বাদল। গতকাল সোমবার ঢাকা সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক এ এম জুলফিকার হায়াত ঐ মামলার রায় ঘোষনা করে হাবিবুর রহমান বাদলকে বেকসুর খালাস প্রদান করেন। এসময় হাবিবুর রহমান বাদল আদালতে উপস্থিত থাকলেও মামলার বাদী আলী রেজা রিপন অনুপস্থিত ছিলেন। হাবিবুর রহমানের আইনজীবী এডভোকেট খালিদ হাসান জানান, ২০১৭ সালের ১৫এপ্রিল নারায়ণগঞ্জ সদর থানায় বাদী হয়ে হাবিবুর রহমান বাদলের বিরুদ্ধে তথ্য যোগাযোগ ও প্রযুক্তি আইনের ৫৭ (১)(২) ধারায় একটি মামলা দায়ের করেন। মামলাটি প্রথমে সদর থানা তদন্ত করলেও পরবর্তীতে সেটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিতে হস্তান্তর করা হয়। সিআইডি তদন্তকালে মামলাটির চুড়ান্ত প্রতিবেদন দাখিল করলেও বাদীর নারাজির প্রেক্ষিতে মামলার পুনরায় তদন্তভার দেয়া হয় পিবিআই নারায়ণগঞ্জকে। পিবিআই এর তদন্তে মামলাটির চার্জশীট দাখিল করলে পরবর্তীতে সেটি নারায়ণগঞ্জ আদালত থেকে সাইবার ট্রাইব্যুনালে বিচারিক প্রক্রিয়া শুরু হয়। দীর্ঘ ৭বছর পর গতকাল সোমবার মামলাটির রায় ঘোষনা করেন আদালত। এডভোকেট খালিদ হাসান বলেন, এই রায়ে আমরা সন্তুষ্ট। নিজের অনুভুতি প্রকাশ করে সাংবাদিক হাবিবুর রহমান বাদল বলেন, বিচার ব্যবস্থা ও আইনের প্রতি শ্রদ্ধা ও বিশ^াস ছিল আমার শুরু থেকেই যে আমি ন্যায় বিচার পাবো। মামলা দিয়ে হয়তো হয়রানী করা সম্ভব কিন্তু প্রকৃত ও মুল ধারার গণমাধ্যম কর্মীদের দাবিয়ে রাখা সম্ভব নয়।