বিজয় বার্তা ২৪ ডট কম
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ডা. সেলিনা হায়াৎ আইভীর ব্যক্তিগত ইমেজ রয়েছে। এ ইমেজের কারণে সাধারণ মানুষ তাকে ভোট দিয়েছেন। এ ছাড়া আওয়ামী লীগ নেতা-কর্মীরা ভোট দিয়েছেন।তাই আইভী নির্বাচিত হয়েছেন।
শুক্রবার দুপুরে রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
তিনি আরো বলেন, ২০১৯ সালের ২৯ জানুয়ারির আগের ৯০ দিনের মধ্যে যেকোনো দিন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনেও বিএনপি অংশ নেবে বলে আশা প্রকাশ করেন তোফায়েল আহমেদ।
তিনি বলেন, সংবিধানের ভিত্তিতেই নির্বাচন কমিশন গঠিত হবে। এই নির্বাচন কমিশন গঠনের এখতিয়ার রাষ্ট্রপতির। সার্চ কমিটির মাধ্যমে তিনি যোগ্য নির্বাচন কমিশন গঠন করবেন, যা সবার জন্য ভালো হবে বলে আমাদের বিশ্বাস।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২০১৯ সালের নির্বাচনও এমন অবাধ ও নিরপেক্ষ হবে। বিএনপি আর কোনো দাবি দাওয়া না তুলে নির্বাচনে অংশ নেবে। বিএনপি আর ভুল করবে না।
এ সময় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন আবু দারদা জুবায়ের, সাধারণ সম্পাদক মোরসালিন নোমানী, যুগ্ম সম্পাদক তোফাজ্জেল হোসেন, সাংগঠনিক সম্পাদক জিলানী মিল্টন প্রমুখ ছিলেন।