বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন সহ আরো তিন জনের আনুষ্ঠানিকভাবে প্রার্থী করার সিদ্ধান্ত হয়েছে।
মঙ্গলবার বিকেলে জেলা সার্কিট হাউজ মিলনায়তনে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। নিয়ম অনুযায়ী আনোয়ার হোসেনের সঙ্গে আরো দুুই জনের নাম প্রস্তাব করা হয়েছে। তারা হলেন- সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি এমএ আব্দুর রশিদ।
মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি চন্দন শীলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, শহর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়েত আলম সানি সহ মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের তৃণমূলের নেতাকর্মীরা।
সভা শেষে মুখপাত্র হিসেবে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি চন্দন শীল জানান, তৃণমূলের সিদ্ধান্ত অনুযায়ী সর্ব সম্মতভাবে মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনকে মেয়র পদে প্রার্থী করার সিদ্ধান্ত হয়েছে। তার সাথে আরো সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি এমএ আব্দুর রশিদের নাম প্রস্তাব করা হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর নাম সভায় আলোচনা হয়েছে কীনা এ বিষয়ে তিনি জানান, আনোয়ার হোসেন ছাড়া অন্য কোন নাম কেউ প্রস্তাব করেনি। তাই আইভীর নাম কেন্দ্রে পাঠাইনি।