বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাড. খোকন সাহা বলেছেন, আমার তাতীলীগের বন্ধুরা বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী পালন করার জন্য শহীদ মিনারে অনুমতি চেয়েছিলাম। মেয়র আইভী তাদের অনুমতি দিলেন না, দিলেন জোনায়েদ সাকীদের। জোনায়েদ সাকীরা শহীদ মিনারে গত শুক্রবারে নেত্রীকে উদ্দেশ্য করে যে কথা বলেছেন তা আমরা ভাষায় আনতে চাই না এবং কট্টর সমালোচনা করলেন। আর তাতীলীগের বন্ধুরা রাজপথে বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকীর কেক কাটলেন এটি বাস্তব সত্য। যারা শহীদ মিনারে বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী পালন করতে দেয় না ( মেয়র আইভীকে উদ্দ্যেশ করে) তারা কি আওয়ামী লীগ করে? আমি যতদিন বেঁচে থাকবো এই কষ্ট মনে পুঞ্জিভূত হয়ে থাকবে।
১৯৭১ পাকবাহিনী কর্তৃক গণহত্যা দিবস স্মরণে ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে রুখে দাড়াতে
বুধবার (২৪ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ জেলা সচেতন নাগরিক কমিটির উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে আসবেন এটাই স্বাভাবিক। বাংলাদেশের স্বাধীনতা প্রোগ্রামে সবাই আসবেন, আনন্দ উপভোগ করবেন। কিভাবে কি করলে নরেন্দ্র মোদীকে দেশের আসা থেকে আটকানো যায় এ বিষয়ে আমার বামপন্থী বন্ধুরা আর উগ্র মৌলবাদিরা একাকার হয়ে গেলেন। তাদের আন্দোলনের উদ্দেশ্য একটাই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে কেন দাওয়াত দেওয়া হলো না। পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আমাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তিতে দাওয়াত দিতে পারি না। কারণ আমাদের অনুষ্ঠানটা কলুষিত হয়ে যাবে। আজকে সুনামগঞ্জের শাল্লায় যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে এ ঘটনা কারা ঘটিয়েছে? উগ্র মৌলবাদ আর তাদেরকে উস্কিয়ে দিয়েছে এ দেশের বামপন্থীরা। উস্কে দিয়ে এ দেশের রাজনীতিকে অস্থিতীশীল করার জন্য এরকম ঘটনা ঘটছে।