বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হওয়ার জন্য বর্তমান মেয়র ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ডা. সেলিনা হায়াত আইভীর পক্ষে নৌকা প্রতিকের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
সোমবার দুপুরে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ এর গুলিস্তানের আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তারা। বিষয়টি নিশ্চিত করেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধার আব্দুল কাদির। এসময় কেন্দ্রিয় যুবলীগের যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আমজাদ হোসেন সহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আদীনাথ বসু, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়ে মেয়র আইভী গনমাধ্যমকে বলেন, আজকে আমার পক্ষে ৩ জন নেতা নৌকা প্রতিকের মনোনয়ন ফরম কিনেছেন। দু একদিনের ভিতর ফরম পূরন করে জমা দিবো। যদি আমার দল আমাকের মনোনয়ন দেয় তাহলে আমি নিশ্চই নির্বাচন করবো। আপনাদের কাছে ভোট চাইতে আসবো। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যাতে আপনাদের পাশে থেকে সেবা করে যেতে পারি।
উল্লেখ্য, ২০১৬ সালের ২২ ডিসেম্বর নারায়ণঞ্জ সিটির ভোট হয়েছিলো। বর্তমান সিটি করপোরেশনের জনপ্রতিনিধিদের মেয়াদ ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা রয়েছে। তাই মেয়াদ শেষ হওয়ার ছয় মাসের (১৮০ দিন) মধ্যে চলতি বছরের ১১ আগস্ট থেকে আগামী বছরের ৭ ফেব্রুয়ারির মধ্যে নারায়ণগঞ্জ সিটির নির্বাচন করার আইনি বাধ্যবাধকতা রয়েছে। ইসি সূত্র জানায়, আগামী বছরের জানুয়ারি মাসের মাঝামাঝি নারায়ণগঞ্জ সিটির ভোটের তারিখ নির্ধারণ করা হতে পারে।