বিজয় বার্তা ২৪ ডট কম
প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন বাংলাদেশের সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচনগুলোর অন্যতম। এমনকি বিএনপি এই নির্বাচনে অভিযোগ করার মতো কিছুই পায়নি।
ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মেয়র সেলিনা হায়াৎ আইভীর বিজয়ের পর অভিনন্দন জানিয়ে তিনি এ স্ট্যাটাস দেন।
ফেসবুকের পাঠকদের জন্য সজীব ওয়াজেদ জয়ের স্ট্যাটাসটি তুলে ধরা হলো-
“বিএনপির বিরুদ্ধে জয়ী হওয়ার জন্য মেয়র আইভীকে অভিনন্দন। তিনি প্রায় ৬০%-এর কিছু বেশি প্রদত্ত ভোটের মাঝে, বিএনপির ২৯%-এর বিপরীতে ৪২%-এর মতো ভোট পেয়েছেন। এটা বাংলাদেশের সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচনগুলোর অন্যতম। এমনকি বিএনপিও এই নির্বাচনে অভিযোগ করার মতো কিছুই পায়নি।’
প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। দ্বিতীয়বারের মতো হওয়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোটার ৪ লাখ ৭৪ হাজার ৯৩১ জন। এর মধ্যে ২ লাখ ৩৯ হাজার ৬৬২ জন পুরুষ ও ২ লাখ ৩৫ হাজার ২৬৯ জন নারী।
বেসরকারিভাবে ১৭৪টি কেন্দ্রে সেলিনা হায়াৎ আইভী পেয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৬১১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খান পেয়েছেন ৯৬ হাজার ৪৪ ভোট।