বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের ফেসবুক আইডি হ্যাকড করে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা ৩ যুবককে আটক করেছেন র্যাব-২।
রাজধানীর শ্যামলী থেকে জিনের বাদশা পরিচয়দানকারী এই ৩ যুবককে আটক করেছে র্যাব-২ এর সদস্যরা। রোববার রাত ১০টার দিকে আকিব ডিপার্টমেন্টাল স্টোর থেকে বিকাশ থেকে টাকা তোলার সময় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন সাইফুল (২৩), মাহফুজুল দ্বীপ (২৬), রাকিব (২৮)। এ সময় তাদের কাছ থেকে নগদ সাত হাজার টাকা, ৭টি মোবাইল ফোন ও ১৬টি সিম জব্দ করা হয়। তাদের তিনজনের গ্রামের বাড়ি নীলফামারী জেলার ডোমার থানার আমবাড়ী গ্রামে।
র্যাব-২ এর এসপি মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী সততা নিশ্চিত করে জানান, আটককৃত তিনজন পরিচয় গোপন করে বিভিন্ন সময় জিনের বাদশা সেজে মিথ্যা তথ্য দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিলো। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের আটকের জন্য ফাঁদ পেতে র্যাবের অভিযানিক দল তাদের আটক করে। তাদের কাছ থেকে মোবাইল ফোন, সিম ও টাকা জব্দ করা হয়।
তিনি আরো বলেন, এই তিনজন নারায়ণগঞ্জের এমপি শামীম ওসমানের ছেলের ফেইসবুক অ্যাকাউন্ট ‘হ্যাক’ করে হুমকি দেয় ও ৫ লাখ টাকা চাঁদা চায়। এসএম রেফাত জামিল শেরে-ই-বাংলা থানায় প্রতারণার একটি জিডি করেন। তার অভিযোগের ভিত্তিতে অভিযানে নামে র্যাব।
আটক ৩ জনের সঙ্গে আরও যারা জড়িত, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
প্রসঙ্গত, গত ১৫ এপ্রিল নিজের ফেসবুক আইডি হ্যাকড হয়েছে বলে দাবি করেন অয়ন ওসমান। এ ঘটনায় তিনি ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। গত ২২ এপ্রিল সোমবার বিকেল ৪ টায় তার ফেসবুক আইডি টি উদ্ধার হয় বলে জানান তিনি। এদিকে গত ১৮ এপ্রিল তিনি জানান, আমার ফেসবুক আইডি ফিরিয়ে দিতে পাঁচ লাখ টাকা দাবি করা হয়েছে।। টাকা না দিলে আমার আইডি ফেরত দিবে না বলে জানায় হ্যাকরা। ওইদিন অয়ন ওসমানের হ্যাকড ফেসবুক আইডি টি হঠ্যাৎ সচল করে বিভিন্ন বিভ্রান্তিমূলক পোষ্ট প্রদান করেন হ্যাকরা।