বিজয় বার্তা ২৪ ডট কম
অয়ন ওসমানের পক্ষ থেকে ইসদাইর কেন্দ্রীয় জামে মসজিদ ও মাদ্রাসায় ইফতার এর আয়োজন করে বৃহত্তর ইসদাইর ছাত্রলীগ কর্মী সোহানুর রহমান (শুভ্র) ও তার বন্ধু মহল ।
শনিবার ( ২ জুন ) বাদ আছর স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয় ।
ইফতার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে, বৃহত্তর ইসদাইর ছাত্রলীগ কর্মী সোহানুর রহমান শুভ্র সকলের উদ্দেশ্যে বলেন, মহান আল্লাহ পাক রাব্বুল আলআমিনের দরবারে লাখো শুকরিয়া আদায় করছি তিনি আমাদের কে তার বান্দা হিসেবে দুনিয়াতে প্রেরন করেছেন এবং এতিম শিক্ষার্থীদের নিয়ে ইফতার আদায় করতে পেরেছি। তিনি আরও বলেন, মাননীয় সাংসদ শামীম ওসমানের সুযোগ্য উত্তরসুরি অয়ন ওসমানের পক্ষে আজ আমাদের এই আয়োজন। তিনি বিগত দিনে ইসদাইরে বণ্যার্থদের মাঝে ত্রান বিতরন করেছেন। ইনশাল্লাহ ইসদাইরের সকল প্রতিকূল অবস্থায় ইসদাইরবাসীর পাশে অয়ন ওসমান ছিলেন, আছেন থাকবেন। তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করেন অয়ন ওসমানের জন্য যে পিতার মত সেও নিজেকে মানব সেবায় সর্বদা নিয়োজিত রাখতে পারেন।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা রাইসূল আহম্মেদ রবিন, অরিন হোসেন মামুন, নাইমূর রহমান রানা, হৃদয়, আব্দুর রহিম সহ এলাকার মুরুব্বিগন।