বিজয় বার্তা ২৪ ডট কম
সাংসদ পুত্র অয়ন ওসমানের পক্ষে নারায়ণগঞ্জ আইন কলেজ সংসদের ছাত্রছাত্রীরা দিপু-পলু পরিষদের নির্বাচনী প্রচারনায় অংশগ্রহন করেছেন।
রবিবার দুপুরে আদালত পাড়ায় তারা আগামী ২৪ নভেম্বর নির্বাচন উপলক্ষে এই প্রচারনায় অংশগ্রহন করেন।
এসময় নারায়ণগঞ্জ আইন কলেজের ভিপি এম এম হাসান ও জি এস আমজাদ হোসেন নেতৃত্বে প্রায়ই শতাধিক আইন পড়ুয়া ছাত্রছাত্রীদের নিয়ে প্রচারনায় অংশগ্রহন করেন। প্রচারনায় উপস্থিত ছিলেন, রাসেল প্রধান, শাহাদাৎ, বদিউজ্জামান, জাহিদ, জুয়েল, রবিন, রাসেল, ইকবাল, বিপ্লব, প্রশান্ত, আল আমিন, মনির, মিলন, সাদ্দাম, শিমু, উর্মি, তন্নী, সৌদিয়া ফারজানা, ইলা, পলি, পপি, কাজল, লিজা নিলি, মনিরা সহ অন্যান্য ছাত্র ছাত্ররী।