বিজয় বার্তা ২৪ ডট কম
প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়ায় হতদরিদ্র মানুষের বাড়ি বাড়ি খাদ্যসামগ্রীর ব্যাগ পৌঁছে দিচ্ছেন বাংলাদেশ ছাত্রলীগ সিঙ্গাপুর শাখার সভাপতি মোহাম্মদ সোহাগের নেতৃত্বে তার বন্ধুমহল।
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান-এর পুত্র অয়ন ওসমানের নির্দেশে ৪০০ পরিবারকে এই ত্রাণসামগ্রী বিতরণ করছেন বলে জানিয়েছেন সোহাগ।
নারায়ণগঞ্জের কতুবপুরের ৬নং ওয়ার্ডের পাগলা পপুলার স্টুডিও এলাকায় রাতে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়।
খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, পেঁয়াজ সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী।
জানা যায়, এ এলাকায় সরকারি খাদ্য না পৌঁছানোর খবর পেয়ে অয়ন ওসমান খাবার পৌঁছে দেওয়ার আহ্বান জানালে সিঙ্গাপুর ছাত্রলীগের সভাপতি সোহাগ এগিয়ে আসেন এবং তার বেতনের পুরো টাকা ত্রাণের জন্য ব্যয় করেন।
পাগলা বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব শাহ আলম গাজী টেনরু উপস্থিত থেকে খাদ্যসামগ্রী বিতরণ সম্পন্ন করেন।
এই ত্রাণ বিতরণ কাজে সহযোগিতা করেন আমির, রনি, সম্রাট সহ অনেকে।
ত্রাণ পেয়ে সাধারণ মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করেন সিঙ্গাপুর ছাত্রলীগের প্রতি।
অনেকেই প্রবাসে থেকে নিজ নিজ এলাকায় বর্তমান পরিস্থিতিতে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন এবং এই খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত থাকবে বলে জানান সিঙ্গাপুর ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ সোহাগ।