বিজয় বার্তা ২৪ ডট কম
রাত ১ টা বাজে ৩০ মিনিট। একদিকে কুয়াশা পরছে অন্যদিকে শিরশিরে বাতাস। শীত নিবারণে যে যার মত নিজ বাড়িতে কম্বল নিয়ে ঘুমিয়ে রয়েছে। রাস্তার ফুটপাতে গৃহহীন ছিন্নমূল মানুষগুলো শীত থেকে বাঁচতে ছালার বস্তা কিংবা ব্যানার জড়িয়ে সারি সারি ভাবে ঘুমিয়ে রয়েছে। তবুও শীত নিবারণ হচ্ছে না তাদের। ঠিক এই সময় গভীর রাতে অয়ন ওসমানের নির্দেশনায় বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছিন্নমূল অসহায় মানুষের মাঝে কম্বল নিয়ে হাজির নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ। কয়েকশ কম্বল নিয়ে বাসা থেকে বেরিয়ে পরে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসমাঈল রাফেল। পরে জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান আজিজকে বাসা থেকে ডেকে এনে শহরের বিভিন্ন স্থানে ঘুমন্ত ছিন্নমূল মানুষের শরীরে কম্বল জড়িয়ে দেন তারা। শীতে কেপে কেপে ঘুমিয়ে থাকা ফুটপাতের মানুষগুলো হঠ্যাৎ শরীরে কম্বল পেয়ে আশ্চর্যই হয় বটে। গভীর রাতে ছিন্নমূল মানুষগুলো শীতের নিবারণের কম্বল পেয়ে দু হাত তুলে দোয়া করেন তাদের। বলে উঠেন “আল্লাহ তোমাগো ভালা করুক”।
এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসমাঈল রাফেল বলেন, মানুষ মানুষের জন্য। বঙ্গবন্ধুর আদর্শে গড়া বাংলাদেশ ছাত্রলীগ। সব সময় অসহায় মানুষের পাশে ছাত্রলীগ থাকতে প্রস্তুত। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এ দেশের মানুষের উন্নয়নে দিনরাত কাজ করে যাচ্ছেন। তারই আস্থাভাজন বিশ্বস্ত ভ্যানগার্ড জননেতা এমপি শামীম ওসমান মহোদয়ের সুযোগ্য ছেলে অয়ন ওসমানের নির্দেশনায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ সু সংঘঠিতভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অয়ন ওসমানের নির্দেশনায় ছিন্নমূল মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়েছে।