বিজয় বার্তা ২৪ ডট কম
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে একুশের প্রথম প্রহরে সর্বস্তরের মানুষ বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন।
অমর একুশের প্রথম প্রহরে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণ শুরু হওয়ার আগে ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয় শহীদ মিনার চত্বরে।
এরপর প্রথমে জেলা প্রশাসক, জেলা পরিষদের নেতৃত্বে জেলা পরিষদ সদস্যগণ, পৌরসভা ও মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, জাসদ, বিএনপি ও তাদের সহযোগী সংগঠন, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং শহীদ মিনারে পুষ্পস্তপক অর্পণ করে।