বিজয় বার্তা ২৪ ডট কম
দেশব্যাপী চলা পরিবহন শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বুধবার বিকালে মালিক-শ্রমিক সংগঠনগুলোর নেতাদের সঙ্গে নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান এবং পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গার বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে দুপুর ১টার দিকে মতিঝিলে বিআরটিসি ভবনের ষষ্ঠ তলায় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। বৈঠকে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়ত উল্লাহ উপস্থিত ছিলেন।
নৌমন্ত্রী শাজাহান খান দেশের শ্রমিক সংগঠনগুলোর শীর্ষ ফোরাম বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি। আর প্রতিমন্ত্রী রাঙ্গা বাস ও ট্রাকমালিকদের সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সভাপতি। এর আগে বেলা ১১টার দিকে সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের তার দপ্তরে আইন মন্ত্রী আনিসুল হক, নৌমন্ত্রী শাজাহান খান, সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা ও পরিবহন মালিক সমিতির নেতা খন্দকার এনায়েত উল্লাহকে নিয়ে সংক্ষিপ্ত বৈঠক করেন।
বৈঠক শেষে সড়ক পরিবহন মন্ত্রী সাংবাদিকদের বলেন, ধর্মঘটের ফলে জনদুর্ভোগ হচ্ছে, মানুষ কষ্ট পাচ্ছে। এ কারণেই এই বৈঠক। আমরা কথা বলেছি। তারা (পরিবহন মালিক সমিতি) আশ্বাস দিয়েছেন শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে আজকের মধ্যেই একটি সমাধান খুঁজে বের করবেন।
উল্লেখ্য, সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় দুই চালকের সাজার রায়ের প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে সারা দেশে পরিবহন শ্রমিকদের অনির্দিষ্টকালের এই ধর্মঘট শুরু হয়। আজ বুধবারও ধর্মঘট অব্যহত আছে। এতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।