বিনোদন ডেস্ক,বিজয় বার্তা ২৪ ডট কম
আজীবন সম্মাননা পেলেন পাকিস্তানি শিল্পী রাহাত ফতেহ আলী খান। তাকে এ সম্মাননা প্রদান করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়।
বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন এ জনপ্রিয় গায়ক। সেখানেই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে হলি হল অ্যাকাডেমিতে আমন্ত্রণ জানানো হয় এবং এ সম্মাননা প্রদান করা হয়।
এদিকে এ গায়কের সম্মানে বিশ্ববিদ্যালয়ের জাদুঘর এবং পুরোনো হলিওয়েল মিউজিক রুম খুলে দেওয়া হয়। সেখানে তিনি প্রতিষ্ঠানটির ফিউশন প্রজেক্টের শিক্ষার্থীদের সঙ্গে সংগীত পরিবেশন করেন।
মাইক্রোব্লগিং সাইট টুইটারে নিজের অনুভূতি জানিয়ে রাহাত ফতেহ আলী খান লিখেছেন, ‘অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে পুরস্কার পেয়ে সম্মানিত বোধ করছি। ফিউশন প্রজেক্টের শিক্ষার্থীরা অসাধারণ।’
রাহাত ফতেহ আলী খান প্রথম পাকিস্তানি হিসেবে এ পুরস্কার পেলেন। এর আগে বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন এ সম্মান পেয়েছিলেন।

