বিজয় বার্তা ২৪ ডট কম
২৩ আগস্ট সৌদি আরবের মদিনায় সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জের আড়াইহাজারের চার প্রবাসি শ্রমিক নিহত হয়েছেন। এরা হলো স্থানীয় কালাপাহাড়িয়া ইউপির বদলপুর এলাকার জব্বর মিয়ার ছেলে সুরুজ মিয়া (২৫), একই এলাকার মোতালিব ব্যাপারির ছেলে নুরা মিয়া (২৩), খালিয়ারচর এলাকার মোকারমের ছেলে উজ্জল (২২) এবং অপরজন খাগকান্দা ইউপির চম্পক নগর এলাকার আক্রম আলীর ছেলে রাসেল (২৪)।
কালাপাহাড়িয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন নিহতদের এ তথ্য নিশ্চিত করে জানান, ‘নিহতরা মদিনায় আল-ফাহাদ নামে প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। শুক্রবার বাংলাদেশের সময় সকাল ১০টার দিকে একটি মাইক্রোবাস দিয়ে কর্মস্থলে যাওয়ার সময় তারা মর্মান্তিক এ দুর্ঘটনার শিকার হন।’
খাগকান্দা ইউপির চম্পক নগর এলাকার প্রবাসী রাসেল নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন খাগকান্দা ইউপির ৩ নং ওয়ার্ডের সাধারণ সদস্য সাইদুর ইসলাম।
এদিকে আজ ২৪ আগস্ট এই দূর্ঘটনার খবর পেয়ে নিহতদের পরিবারে চলছে শোকের মাতম।
জানা গেছে, কেউ হারিয়েছেন সন্তান, কেউ বা স্বামী। একমাত্র উর্পাজনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারগুলো এখন দিশেহারা হয়ে পড়েছে। অনেকেই ঋণ করে বিদেশ পারি জমিয়ে ছিলেন।
খবর পেয়ে বিভিন্ন এলাকা থেকে নিহতদের বাড়ি বাড়ি ছুটে আসছেন হাজারো উৎসুক নারী পুরুষ। সব মিলিয়ে এক হৃদয় বিদারক দৃশ্য দেখা দিয়েছে সেখানে। অনেকে শান্তনা দিতে এসেও চোখের পানি ধরে রাখতে পারছিল না। আপনজনকে হারিয়ে অনেকেই বারবার মূছা যাচ্ছিলেন। নিহতদের স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে।