বিজয় বার্তা ২৪ ডট কম
বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুটুক্তি করার জেরে সোমবার দুপুরে নারায়ণগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী (ক) অঞ্চলে মিল্টন হোসেনের আদালতে একটি মানহানির মামলা দায়ের করা হয়েছে।
মানহানির মালার ১নং আসামী করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে, ২নং আসামী বাংলাদেশ জাতীয়তাবদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস, ৩নং আসামী কওছর এম আহম্মেদ, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখাকে।
জানা গেছে, বাংলাদেশের জাতির জনক স্বাধীনতার মহান স্থপতি স্বীকৃত ভাবে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সম্মান ও মর্যাদা হানীর লক্ষে এবং একই ভাবে বাংলাদেশের চার বারের নির্বাচিত বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনা এর মান সম্মান হানীর লক্ষ্যে তারেক জিয়া সহ মামলার ২ ও ৩নং আসামী বিভিন্ন মন্তব্য করে। তারই জেরে ৯ সেপ্টম্বর (সোমবার) নারায়ণগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে বাংলাদেশ আওয়ামীলীগ এর ধর্র্ম বিষয়ক সদস্য ও জয় বাংলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি ও কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদ মো. আকরাম হোসেন বাদল বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
Discussion about this post